Ajker Patrika

খানসামায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৫
খানসামায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাক্টর উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের কৈপাড়ার নতুন মসজিদ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত ট্রাক্টরচালক মোশারফ হোসেন (২৮) সিট আলোকডিহি গ্রামের দুলাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজস্ব ট্রাক্টরটি মেরামত করে বাড়ি ফিরছিলেন মোশারফ। পথে কুয়াশা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়েন চালক মোশারফ ও হেলপার মাসুম। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাঁদের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হেলপার মাসুম (১৫) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত