পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১১ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
২০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’
২৭ মিনিট আগেকারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন ইউনিটেক্স স্টিলের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ কায়সার, পরিচালক বেলাল আহমেদ (এস আলমের জামাতা), পরিচালক মাইমুনা খানম (এস আলমের মেয়ে), পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, ছেলে
৩৩ মিনিট আগে