নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রতন ইসলাম (২১)। তাঁরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ বাঁশের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রুমনের মৃত্যু হয়।
ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুন আজকের পত্রিকাকে বলেন, নিহত রুমন ইসলাম সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত ছাত্রলীগ নেতা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ পর্যন্ত জেলা বা কেন্দ্রীয় কমিটি কোনো শোকবার্তা না জানানোয় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রতন ইসলাম (২১)। তাঁরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ বাঁশের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রুমনের মৃত্যু হয়।
ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুন আজকের পত্রিকাকে বলেন, নিহত রুমন ইসলাম সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত ছাত্রলীগ নেতা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ পর্যন্ত জেলা বা কেন্দ্রীয় কমিটি কোনো শোকবার্তা না জানানোয় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
২ মিনিট আগেজানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৮ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
১১ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১৫ মিনিট আগে