Ajker Patrika

গাইবান্ধায় হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৪, ১৯: ২২
গাইবান্ধায় হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধায় হেরোইনের মামলায় সিমা খাতুন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় সিমা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সিমা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী এবং দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। 

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বদরুন্নাহার বেবী। তিনি বলেন, এই মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত