রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠিন আপত্তির মুখে এবারও হলো না ভারত-বাংলাদেশের কাঙ্ক্ষিত মিলনমেলা। প্রতিবছর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড় ও কাশিপুর জগদল সীমান্তে হতো ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলনমেলা। কালীপূজার প্রথা অনুযায়ী, আজ শুক্রবার ছিল মিলনমেলার ধার্যকৃত দিন। গত বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলনমেলাটি হয়নি।
কালীপূজার এই দিনের অপেক্ষায় থাকত দুই পারের (ভারত-বাংলাদেশ) আত্মীয়স্বজন। কিন্তু বিএসএফের কঠিন আপত্তির কারণে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তে যেন কেউ ঘেঁষতে না পারে, সে জন্য কঠোরভাবে প্রহরা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারেনি।
আজ সরেজমিন দেখা যায়, উপজেলা লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল সীমান্তে যাওয়ার সব রাস্তার মোড়ে আনসার, পুলিশ ও বর্ডার গার্ড (বিজিবি) মিলে পাহারা দিচ্ছে। একইভাবে ধর্মগড় এলাকায় আনসার, পুলিশ ও বিজিবি পাহারা বসিয়েছে। প্রশাসনের এমন কড়াকড়ির কারণে কোনো মানুষই সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে পারেনি।
দায়িত্বে থাকা পুলিশের একাধিক সদস্য জানান, ভারতের বিএসএফের আপত্তির কারণে এবারে সীমান্তে মিলনমেলা হচ্ছে না। তারপরও সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারে। এ ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে প্রবেশের রাস্তাগুলোতে সজাগ রয়েছে। তবে তাঁরা জানান, আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা না হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় সকাল থেকে সীমান্তের দিকে কাউকে যেতে দেখা যায়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড়, কাশিপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে। ওই সব এলাকার অলিগলির সড়কে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তের কাছে যেতে দেওয়া হয়নি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সকাল থেকেই আনসার, পুলিশ ও বিজিবি দিয়ে সীমান্ত এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তে ভিড়তে দেওয়া হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মানুষজন তাদের প্রত্যাশিত কালীপূজার আনুষ্ঠানিকতা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠিন আপত্তির মুখে এবারও হলো না ভারত-বাংলাদেশের কাঙ্ক্ষিত মিলনমেলা। প্রতিবছর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড় ও কাশিপুর জগদল সীমান্তে হতো ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলনমেলা। কালীপূজার প্রথা অনুযায়ী, আজ শুক্রবার ছিল মিলনমেলার ধার্যকৃত দিন। গত বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলনমেলাটি হয়নি।
কালীপূজার এই দিনের অপেক্ষায় থাকত দুই পারের (ভারত-বাংলাদেশ) আত্মীয়স্বজন। কিন্তু বিএসএফের কঠিন আপত্তির কারণে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তে যেন কেউ ঘেঁষতে না পারে, সে জন্য কঠোরভাবে প্রহরা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারেনি।
আজ সরেজমিন দেখা যায়, উপজেলা লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল সীমান্তে যাওয়ার সব রাস্তার মোড়ে আনসার, পুলিশ ও বর্ডার গার্ড (বিজিবি) মিলে পাহারা দিচ্ছে। একইভাবে ধর্মগড় এলাকায় আনসার, পুলিশ ও বিজিবি পাহারা বসিয়েছে। প্রশাসনের এমন কড়াকড়ির কারণে কোনো মানুষই সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে পারেনি।
দায়িত্বে থাকা পুলিশের একাধিক সদস্য জানান, ভারতের বিএসএফের আপত্তির কারণে এবারে সীমান্তে মিলনমেলা হচ্ছে না। তারপরও সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারে। এ ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে প্রবেশের রাস্তাগুলোতে সজাগ রয়েছে। তবে তাঁরা জানান, আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা না হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় সকাল থেকে সীমান্তের দিকে কাউকে যেতে দেখা যায়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড়, কাশিপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে। ওই সব এলাকার অলিগলির সড়কে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তের কাছে যেতে দেওয়া হয়নি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সকাল থেকেই আনসার, পুলিশ ও বিজিবি দিয়ে সীমান্ত এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তে ভিড়তে দেওয়া হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মানুষজন তাদের প্রত্যাশিত কালীপূজার আনুষ্ঠানিকতা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।
ক্ষমতার অপব্যবহার করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়
৪ মিনিট আগেবান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক তরুণকে পাথর দিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ৩৬ ঘণ্টা পর উপজেলার তারাছা খালের বেক্ষ্যংপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। নিহত ব্যক্তি হলেন ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈ
৭ মিনিট আগেপিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।
১৪ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জে লতা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে