Ajker Patrika

বিএসএফের বাধায় হলো না দুই বাংলার মিলনমেলা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২১: ৪৪
বিএসএফের বাধায় হলো না দুই বাংলার মিলনমেলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠিন আপত্তির মুখে এবারও হলো না ভারত-বাংলাদেশের কাঙ্ক্ষিত মিলনমেলা। প্রতিবছর কালীপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড় ও কাশিপুর জগদল সীমান্তে হতো ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে মিলনমেলা। কালীপূজার প্রথা অনুযায়ী, আজ শুক্রবার ছিল মিলনমেলার ধার্যকৃত দিন। গত বছরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে মিলনমেলাটি হয়নি।

কালীপূজার এই দিনের অপেক্ষায় থাকত দুই পারের (ভারত-বাংলাদেশ) আত্মীয়স্বজন। কিন্তু বিএসএফের কঠিন আপত্তির কারণে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তে যেন কেউ ঘেঁষতে না পারে, সে জন্য কঠোরভাবে প্রহরা দেওয়া হয়। এতে সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারেনি। 

আজ সরেজমিন দেখা যায়, উপজেলা লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল সীমান্তে যাওয়ার সব রাস্তার মোড়ে আনসার, পুলিশ ও বর্ডার গার্ড (বিজিবি) মিলে পাহারা দিচ্ছে। একইভাবে ধর্মগড় এলাকায় আনসার, পুলিশ ও বিজিবি পাহারা বসিয়েছে। প্রশাসনের এমন কড়াকড়ির কারণে কোনো মানুষই সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে পারেনি। 

দায়িত্বে থাকা পুলিশের একাধিক সদস্য জানান, ভারতের বিএসএফের আপত্তির কারণে এবারে সীমান্তে মিলনমেলা হচ্ছে না। তারপরও সাধারণ মানুষ সীমান্তে জড়ো হতে পারে। এ ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্তে প্রবেশের রাস্তাগুলোতে সজাগ রয়েছে। তবে তাঁরা জানান, আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা না হওয়ার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করায় সকাল থেকে সীমান্তের দিকে কাউকে যেতে দেখা যায়নি। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাণীশংকৈল উপজেলার কোচল, ধর্মগড়, কাশিপুর সীমান্তবর্তী এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে। ওই সব এলাকার অলিগলির সড়কে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তের কাছে যেতে দেওয়া হয়নি। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, সকাল থেকেই আনসার, পুলিশ ও বিজিবি দিয়ে সীমান্ত এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। কাউকেই সীমান্তে ভিড়তে দেওয়া হয়নি। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে মানুষজন তাদের প্রত্যাশিত কালীপূজার আনুষ্ঠানিকতা সেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত