Ajker Patrika

নদীভাঙন: সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম 
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, গ্রামীণ সড়ক, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা। সম্প্রতি কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুরে। আজকের পত্রিকা
ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, গ্রামীণ সড়ক, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা। সম্প্রতি কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুরে। আজকের পত্রিকা

কোনোভাবেই শান্ত হচ্ছে না ব্রহ্মপুত্র। ভাঙনের তীব্রতায় একে একে নিঃশেষ হচ্ছে বসতভিটা, আবাদি জমি, স্থাপনা ও গ্রামীণ সড়ক। সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন একের পর এক বাসিন্দা। কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে এমন পরিস্থিতিই বিরাজ করছে। ইউনিয়নের রসুলপুর গ্রামে এখন শুধু ভাঙনের হাহাকার। ব্রহ্মপুত্র সেখানে সর্বগ্রাসী রূপ ধারণ করেছে।

জানা গেছে, ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে গত দুই সপ্তাহে কয়েক শ বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। অন্তত ৯টি পরিবারের বসতভিটা নদের গর্ভে চলে গেছে। হুমকিতে আছে ৩০ থেকে ৩৫টি পরিবার। ভাঙনের হুমকিতে আছে ইউনিয়নের রসুলপুর গ্রামের মার্কাজ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠসহ গ্রামের বেগম নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন প্রতিরোধে ১ হাজার জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিলেও তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। সব গিলে নিচ্ছে ভয়ংকর হয়ে ওঠা ব্রহ্মপুত্র।

ভাঙনের হুমকিতে হারাতে বসা বসতভিটা থেকে বৃহস্পতিবার সকালে বসতঘর সরিয়ে নেওয়া শুরু করেন স্থানীয় বাসিন্দা নূর আলম ও তাঁর পরিবার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এই যুবকের পরিবার চলতি বছর প্রায় এক একর জমি হারিয়েছে ব্রহ্মপুত্রের গ্রাসে। এখন ভাঙনের কবলে থাকা বসতি সরিয়ে নিয়েছেন অন্যের জমিতে।

নূর আলম বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমার পরিবার নয়, ব্রহ্মপুত্রের ভাঙনে গ্রামের অনেক পরিবার এখন ভূমিহীন। তারা কোথায় থাকবে, কীভাবে ঘরবাড়ি বানাবে সেই চিন্তায় দিশেহারা। সরকার তো আমাদের দিকে তাকায় না।’

শুধু নূর আলম নন, তাঁর প্রতিবেশী দিনমজুর আব্দুল বারেক ও রায়হানের চোখেমুখেও হতাশা। বসতবাড়ি সরিয়ে অন্যের জমিতে সরঞ্জাম রাখলেও কোথায় ঘর তুলবেন সে ঠিকানা এখনো নির্ধারণ করতে পারেননি তাঁরা। এক টুকরো জমি এখন তাঁদের অনিবার্য চাহিদা। বারেক বলেন, ‘ঘর তোলার জায়গা তো নেই। নদী ভিটার কিনারে আসছে। ঘর না সরালে তো জীবনটাও নদীত চলি যাইবে। এখন কোটেই ঘর করমো জানি না।’

ভাঙনের হুমকিতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
ভাঙনের হুমকিতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা বলছেন, শুকনো মৌসুম হলেও গত দুই সপ্তাহ নদে পানি আর স্রোত বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে ভাঙনের তীব্রতা। গত দুই বছরে ব্রহ্মপুত্র আর ধরলার ভাঙনে ইউনিয়নের প্রায় হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। শতাধিক বাসিন্দা বসতভিটা হারিয়েছেন। বন্যা আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। কিন্তু ভাঙন প্রতিরোধে পাউবোর পক্ষ থেকে বালুর বস্তা ফেলা ছাড়া স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রসুলপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমার নিজের বাড়িও ভাঙনের কিনারে দাঁড়িয়ে আছে। যেভাবে ভাঙছে তাতে শেষ রক্ষা হবে বলে মনে হয় না। মোল্লারহাট থেকে খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়গামী প্রায় ৭০ বছরের পুরোনো গ্রামীণ সড়কটির ৬০ থেকে ৭০ ফুট অংশ নদীতে চলে গেছে। এখনই প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে সড়কটি থাকবে বলে মনে হয় না।’

ভাঙন প্রতিরোধে স্থায়ী ও অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পাউবো। ধরলার উজান থেকে বেগমগঞ্জ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ভাঙনকবলিত তীরের অন্তত ৬ কিলোমিটার এলাকায় প্রতিরক্ষামূলক কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। তবে ইউনিয়নের ব্রহ্মপুত্র তীর প্রতিরক্ষায় সুখবর থাকলেও এখনো টেন্ডার-প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে চাইলে পাউবো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘ধরলা তীরের প্রায় ৬ কিলোমিটার এলাকায় ব্লক, স্যান্ড সিমেন্ট এবং স্যান্ড ব্যাগ দিয়ে স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার-প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ হয়েছে। এতে বেগমগঞ্জ ইউনিয়নের ধরলা তীরবর্তী অংশের স্থায়ী প্রতিরক্ষা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত