Ajker Patrika

সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল বিঘ্ন, আটকা আড়াই শতাধিক যাত্রী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৪: ৫২
সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল বিঘ্ন, আটকা আড়াই শতাধিক যাত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির চারটি উড়োজাহাজ অবতরণ করেনি। আজ সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট অবতরণ না করায় ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। 

বিমানবন্দরের সূত্র মতে, ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা থেকে উড্ডয়ন করেনি ৪টি উড়োজাহাজ। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী ওইসব ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। 

সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের সূত্র মতে, আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে রানওয়েতে দৃষ্টিসীমা দাঁড়ায় ৬০০ মিটার। 

উড়োজাহাজ অবতরণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা থাকা প্রয়োজন ২০০০ মিটার। ফলে বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলা ও নভোএয়ারের চারটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা কম থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। তবে এখন ঘন কুয়াশা কেটে যাচ্ছে, তাই ১-২ ঘণ্টার মধ্যে উড়োজাহাজ চলাচলের উপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত