Ajker Patrika

সৈয়দপুরে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারীর সৈয়দপুরে এক ও দুই নম্বর গুমটিসহ রেললাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলপথ বিভাগ ও রেলওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ করা হয়। তবে রেললাইনের ওপরে পুরোনো কাপড়ের দোকানগুলো উচ্ছেদ না করায় সন্তুষ্ট নয় স্থানীয়রা। 

এর আগে গত বুধবার ‘রেলের কাজ বাধাগ্রস্ত' শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক আজকের পত্রিকায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। 

রেলপথ বিভাগ সূত্রে জানা যায়, ওই দিন সৈয়দপুর স্টেশন থেকে শহরের বানিয়াপাড়া ৩৪৬ নম্বর ব্রিজ পর্যন্ত ৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ করা হয় এক ও দুই নম্বর রেলওয়ে গুমটির অস্থায়ী বাজারও। 

উচ্ছেদ অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ও সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা। প্রকৌশলী সুলতান মৃধা বলেন, দৈনিকটিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। তাঁদের নির্দেশেই এটি করা হয়।

আরও পড়ুন:
ভেকু দিয়ে পাথর আনলোডে রেলপথের ১৫০ স্লিপার নষ্ট
পণ্য খালাসের কারণে ক্ষতিগ্রস্ত রেলওয়ের লুপ লাইন, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত