ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে