ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে আটক ২০ কিশোর-যুবক দেশে ফিরেছে। প্রায় ২২ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এসব কিশোর-যুবক। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, দেশে ফেরা অধিকাংশই কিশোর। হাতে গোনা দু-একজন যুবক।
৬ মিনিট আগেবাড্ডায় ব্যবসাপ্রতিষ্ঠানের ১৫ লাখ টাকার বেশি চুরির ঘটনায় ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার ও তিনজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মচারী মাসুম কাজী ব্যাংকে টাকা জমা না দিয়ে পালিয়ে যান।
১১ মিনিট আগেমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ২০২৩ সালের ২ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান ‘মেডিকো’র প্রতিষ্ঠাতা ডা. মো. জোবায়দুর রহমান জনিকে তুলে নেয় সিআইডি। পরে সিআইডি সদর দপ্তরে নিয়ে বেধড়ক মারধর করা এবং জনির স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা হাতিয়ে নেন
১৫ মিনিট আগেসুনামগঞ্জে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ—এই তিন দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
২৭ মিনিট আগে