Ajker Patrika

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০: ৩৯
হাওলাদার (২২) ও লামিয়া আক্তার (২০)। ছবি: সংগৃহীত
হাওলাদার (২২) ও লামিয়া আক্তার (২০)। ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার পূর্ব কর্নকাঠি গ্রামে নিজ বসতঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন রাহাত হাওলাদার (২২) ও লামিয়া আক্তার (২০)।

আজ সোমবার দুপুরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে করছে।

পুলিশ জানিয়েছে, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রাহাতের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর খাটের ওপর পড়ে ছিল স্ত্রী লামিয়ার লাশ। রাহাত কর্নকাঠি এলাকার অটোরিকশাচালক স্বপন হাওলাদারের ছেলে।

জানা গেছে, রাহাত হাওলাদারের বসতঘরের দরজা সকাল থেকে বন্ধ ছিল। বেলা বাড়লেও তাঁরা দরজা না খোলায় তাঁদের প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে রাহাতকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও তাঁর পায়ের কাছে খাটের ওপর স্ত্রী লামিয়ার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে এই দম্পতির লাশ উদ্ধার করে। তাঁদের মধ্যে দাম্পত্য নিয়ে কলহ ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত