Ajker Patrika

পলাশবাড়ীতে ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
পলাশবাড়ীতে ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার গাইবান্ধার ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা নাগরিক মঞ্চ। 

এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে গাইবান্ধা বরাবরই বঞ্চিত থেকেছে। এ শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী অন্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে। সাঁকোয়া ব্রিজসংলগ্ন এলাকায় ইপিজেড হলে রাজপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাডের বিদ্যমান সুবিধা পাওয়া যাবে। সব মিলিয়ে সাঁকোয়া এলাকায় ইপিজেড বাস্তবায়নের উপযোগী বলে দাবি তাঁদের। 

এ ছাড়া জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল নির্মাণ, শহরের যানজট নিরসন এবং সদর হাসপাতালে চিকিৎসাব্যবস্থা উন্নয়নের দাবি জানান তাঁরা। 

নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোরশেদ হাসান দীপন, সদর উপজেলা আদিবাসী–বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, মো. ফারুক কবির, সদস্য সচিব কুশলাশিস চক্রবর্তী, মোহাম্মদ আলী প্রামাণিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত