গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দ মো. ইনসান আলী। বয়স প্রায় ৭০ বছর। তিনি কামারের কাজ করেন বালাসী রোডের কঞ্চিপাড়া এলাকায়। যে সময় গাইবান্ধাসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমজীবী সংগঠন তাদের দাবি আদায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করছে। সেই সময় আহারের জন্য কাজ করছেন ইনসান আলী। কেননা, তাঁর রোজগারের টাকায় চলে সংসার। প্রতিদিন যে টাকা আয় করেন, সেই টাকায় চলে আট সদস্যের সংসার।
ইনসান আলী জানেন না আজ পয়েলা মে। দিনটি সম্পর্কে তাঁর কোনো ধারণাও নেই। এই দিন সম্পর্কে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধের দিন হলেই হবে? কাজ না করলে খামু কী? বসে থাকলে কেউ কি আজ খাবার দেবে? পাকিস্তান আমল থেকেই এই কামারির কাজ করি।’ এই সময়টা বসে থাকার সময় নয়। এখন ধান কাটার সময়। এই সময় কাঁচির কাজ বেশি হয়। এখন একটু বেশি টাকা ইনকাম হয়। সেই দিনের টাকা দিয়ে চাল, ডাল তরকারিসহ সংসারের অন্যান্য দায় মেটান। তিনি আরও বলেন, ‘বাজারে জিনিসের যে দাম, তা তো কেউ কমবার পায় না। ছুটি ভোগ করলে হামার মতো কামলারা এই দিন কী খায়ে বাঁচবে?’
শহরে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছেন রাজু মিয়া। তিনি বলেন, ‘কিসের ছুটি! এক দিন অসুখ হয়ে ঘরে পড়ে থাকলেই খাবার জোটে না। যে আকালের দেশ, তাতে আবার বসে থাকা আছে? দিনের আয় দিয়ে দিনেই সংসার চলে না!’
শহরের কাপড়ের দোকানের কর্মচারী হেলাল মিয়া বলেন, ‘ঈদের দিন থেকে লম্বা ছুটি কাটিয়েছি। সেই সময় পুষিয়ে দিতে আজও কাজে আসা তাঁর। তিনি আরও বলেন, ছেলেমেয়ে নিয়ে নিজের বেতনের টাকা দিয়ে সংসার চলে না। তার পরও বেড়েছে ছেলেমেয়ের বই খাতার দাম আর স্কুলের বেতন। তাই ঘরে বসে থাকার সময় নেই।’
চায়ের দোকানদার বেলাল মিয়া বলেন, ‘দেশের অবস্থা অতটা ভালো নয়। লোকজন চায়ের দোকানে আগের মতো আড্ডা দিয়ে আর চা খায় না। এখন ট্যাকা পয়সার দরকার। তার পরও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। এ জন্যই ছুটির দিনও দোকানদারি করছি।’
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দ মো. ইনসান আলী। বয়স প্রায় ৭০ বছর। তিনি কামারের কাজ করেন বালাসী রোডের কঞ্চিপাড়া এলাকায়। যে সময় গাইবান্ধাসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রমজীবী সংগঠন তাদের দাবি আদায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা করছে। সেই সময় আহারের জন্য কাজ করছেন ইনসান আলী। কেননা, তাঁর রোজগারের টাকায় চলে সংসার। প্রতিদিন যে টাকা আয় করেন, সেই টাকায় চলে আট সদস্যের সংসার।
ইনসান আলী জানেন না আজ পয়েলা মে। দিনটি সম্পর্কে তাঁর কোনো ধারণাও নেই। এই দিন সম্পর্কে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধের দিন হলেই হবে? কাজ না করলে খামু কী? বসে থাকলে কেউ কি আজ খাবার দেবে? পাকিস্তান আমল থেকেই এই কামারির কাজ করি।’ এই সময়টা বসে থাকার সময় নয়। এখন ধান কাটার সময়। এই সময় কাঁচির কাজ বেশি হয়। এখন একটু বেশি টাকা ইনকাম হয়। সেই দিনের টাকা দিয়ে চাল, ডাল তরকারিসহ সংসারের অন্যান্য দায় মেটান। তিনি আরও বলেন, ‘বাজারে জিনিসের যে দাম, তা তো কেউ কমবার পায় না। ছুটি ভোগ করলে হামার মতো কামলারা এই দিন কী খায়ে বাঁচবে?’
শহরে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছেন রাজু মিয়া। তিনি বলেন, ‘কিসের ছুটি! এক দিন অসুখ হয়ে ঘরে পড়ে থাকলেই খাবার জোটে না। যে আকালের দেশ, তাতে আবার বসে থাকা আছে? দিনের আয় দিয়ে দিনেই সংসার চলে না!’
শহরের কাপড়ের দোকানের কর্মচারী হেলাল মিয়া বলেন, ‘ঈদের দিন থেকে লম্বা ছুটি কাটিয়েছি। সেই সময় পুষিয়ে দিতে আজও কাজে আসা তাঁর। তিনি আরও বলেন, ছেলেমেয়ে নিয়ে নিজের বেতনের টাকা দিয়ে সংসার চলে না। তার পরও বেড়েছে ছেলেমেয়ের বই খাতার দাম আর স্কুলের বেতন। তাই ঘরে বসে থাকার সময় নেই।’
চায়ের দোকানদার বেলাল মিয়া বলেন, ‘দেশের অবস্থা অতটা ভালো নয়। লোকজন চায়ের দোকানে আগের মতো আড্ডা দিয়ে আর চা খায় না। এখন ট্যাকা পয়সার দরকার। তার পরও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। এ জন্যই ছুটির দিনও দোকানদারি করছি।’
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৫ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৫ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৬ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে