Ajker Patrika

জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২ যুবক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২ যুবক

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলার চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বিকেল ২টা ৫০ মিনিটের দিকে ওই কেন্দ্রে প্রবেশ করে অন্য ভোটারের ভোট দেওয়ার চেষ্টা করেন আসলাম ও বিপ্লব। এ সময় তাঁদের আচরণ সন্দেহজনক হলে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করেন। 

আটকেরা হলেন—ওই এলাকার খামার বিষ্ণুগঞ্জ গ্রামের বেলাল ইসলামের ছেলে আসলাম এবং হাফিজুর রহমানের ছেলে বিপ্লব ইসলাম। তাঁর দুজনেই নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। 

চকসাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার আজকের পত্রিকাকে বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে পুলিশের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে। 

এই কেন্দ্রেই সকালে ভোট প্রদান করেন ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত