কুড়িগ্রাম প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোদাব্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, শনিবার সারা দেশে একযোগে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা শহরে মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা পরিচালনা করে কর্তৃপক্ষ। কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে কুড়িগ্রাম থেকে মোট ৯ হাজার ৪৬২ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেন। তবে আবেদনকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ৯টি কেন্দ্রে মোট ৪ হাজার ৩৭৯ জন চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন, যা মোট আবেদনকারীর ৪৬ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপপরিচালক মো. মোদাব্বের হোসেন বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এক কেন্দ্রের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মোদাব্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, শনিবার সারা দেশে একযোগে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা শহরে মোট ৯টি কেন্দ্রে এই পরীক্ষা পরিচালনা করে কর্তৃপক্ষ। কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে কুড়িগ্রাম থেকে মোট ৯ হাজার ৪৬২ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেন। তবে আবেদনকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ৯টি কেন্দ্রে মোট ৪ হাজার ৩৭৯ জন চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন, যা মোট আবেদনকারীর ৪৬ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপপরিচালক মো. মোদাব্বের হোসেন বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এক কেন্দ্রের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৪ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
১২ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩৮ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৪২ মিনিট আগে