Ajker Patrika

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. লিটন মিয়া (৩৪) নামের এক বালু ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। দণ্ডিত মো. লিটন মিয়া পাবনার সদর উপজেলার ইসলামগাথী গ্রামের বাসিন্দা।

মাসুদুর রহমান বলেন, দন্ডিত মো. লিটন মিয়া দীর্ঘদিন ধরে কাপাসিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট নামক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় মো. লিটন মিয়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিচারক মো. মাসুদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত