Ajker Patrika

তিন দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 
হিলি বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা
হিলি বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। তবে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। তিন দিন আগেও হিলির খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ শুক্রবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।

পাবনা, ফরিদপুর ও নাটোরে পেঁয়াজ বেশি উৎপাদন হয়ে থাকে। বর্তমান ওই সব এলাকায় পেঁয়াজ পর্যাপ্ত উৎপাদনসহ মোকামগুলোতে রয়েছে প্রচুর সরবরাহ। কিন্তু দেশের বিভিন্ন স্থানের বড় পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু করেছেন পেঁয়াজের মজুত। এ কারণে মোকামেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ লাগামহীন দাম বাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের।

হিলি বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা
হিলি বাজারে বিক্রির জন্য রাখা পেঁয়াজ। ছবি: আজকের পত্রিকা

পেঁয়াজ ক্রেতা ইমামুল হক বলেন, ‘শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে? আমার মনে হয়, এসব ব্যবসায়ীদের কারসাজি। আমি মনে করি প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দান স্বাভাবিক থাকবে।’

অপর ক্রেতা মোসলেম বলেন, ‘এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজি কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। এটা কেমন কথা?’

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, ‘মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা, বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করার লক্ষ্যে তারা বর্তমান বেশি দাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমাদেরও বেশি দামে পাইকারি কিনছি এবং খুচরায় তা বিক্রি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত