ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারী একটি ধাতব বস্তুকে গুপ্তধন ভেবে ঘরে নেন হামিদুল ইসলাম বাবু (৩৮) নামের এক ব্যক্তি। এরপর গোপনে রাতে সেটি কাটতে শুরু করলে বিস্ফোরণ ঘটে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় ও বাম পা ঝলসে যায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানের খামার গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বাবু পেশায় একজন লেদ মিস্ত্রি।
আহত হামিদুল ইসলাম বাবুকে প্রথমে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের পরিবার বলছে, বস্তুটি লোহার ছিল এবং অনেক দিনের পুরোনো। সেটি শসা সদৃশ ছিল।
স্থানীয়রা ও পরিবার বলছে, কিছুদিন আগে বাবুর মামা আব্দুল গফুর ওই গ্রামের আজিজ কমান্ডারের বাড়ির পাশে পুকুরের মাটি খননের সময় মাটির নিচে একটি ধাতব বস্তুটি পান। পরে তিনি বস্তুটিকে গুপ্তধন ভেবে গোপনে তাঁর ভাগনে বাবুকে দেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু নিজ বাড়ির রান্না ঘরের দরজা বন্ধ করে, লোহা কাটার যন্ত্র দিয়ে বস্তুটি কেটে গুপ্তধন বের করতে যান। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রান্না ঘরের টিনের বেড়া, লোহার গেট ও বাড়ির পেছনের ফিলিং স্টেশনের সীমানা প্রাচীরে আঘাত করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদুল হাসান (পিপিএম) আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুটি পরিত্যক্ত মর্টারশেল ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণ ঘটায় বস্তুটির আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি। বস্তুটি পরিত্যক্ত মর্টারশেল হতে পারে।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারী একটি ধাতব বস্তুকে গুপ্তধন ভেবে ঘরে নেন হামিদুল ইসলাম বাবু (৩৮) নামের এক ব্যক্তি। এরপর গোপনে রাতে সেটি কাটতে শুরু করলে বিস্ফোরণ ঘটে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় ও বাম পা ঝলসে যায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানের খামার গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। বাবু পেশায় একজন লেদ মিস্ত্রি।
আহত হামিদুল ইসলাম বাবুকে প্রথমে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের পরিবার বলছে, বস্তুটি লোহার ছিল এবং অনেক দিনের পুরোনো। সেটি শসা সদৃশ ছিল।
স্থানীয়রা ও পরিবার বলছে, কিছুদিন আগে বাবুর মামা আব্দুল গফুর ওই গ্রামের আজিজ কমান্ডারের বাড়ির পাশে পুকুরের মাটি খননের সময় মাটির নিচে একটি ধাতব বস্তুটি পান। পরে তিনি বস্তুটিকে গুপ্তধন ভেবে গোপনে তাঁর ভাগনে বাবুকে দেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু নিজ বাড়ির রান্না ঘরের দরজা বন্ধ করে, লোহা কাটার যন্ত্র দিয়ে বস্তুটি কেটে গুপ্তধন বের করতে যান। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রান্না ঘরের টিনের বেড়া, লোহার গেট ও বাড়ির পেছনের ফিলিং স্টেশনের সীমানা প্রাচীরে আঘাত করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোর্শেদুল হাসান (পিপিএম) আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুটি পরিত্যক্ত মর্টারশেল ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণ ঘটায় বস্তুটির আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি। বস্তুটি পরিত্যক্ত মর্টারশেল হতে পারে।’
আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৭ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
২৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাথি মেরে জেবিন আক্তার (৩০) নামের এক নারীকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে