তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।
আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’
মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
২০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৪৪ মিনিট আগে