Ajker Patrika

রাতেই নেতা-কর্মীদের স্লোগানে মুখর সমাবেশস্থল, পরিদর্শনে ফখরুল

শিপুল ইসলাম, রংপুর থেকে
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০: ৩২
রাতেই নেতা-কর্মীদের স্লোগানে মুখর সমাবেশস্থল, পরিদর্শনে ফখরুল

রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশকে ঘিরে প্রস্তুত কালেক্টরেট ঈদগাহ মাঠ। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। তাদের স্লোগানে মুখর সমাবেশস্থল। আজ শুক্রবার রাত ১০টায় সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত ১১টায় সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন। তাঁরা কেউ কেউ মাঠে অবস্থান নিচ্ছেন। অনেকেই আশপাশের তাঁবুতে অবস্থান করছেন।

দিনাজপুরের বিরল পৌর দলের সাধারণ সম্পাদক নুর জামাল বলেন, ‘আমরা দিনাজপুর থেকে ৫ হাজার নেতা-কর্মী-সমর্থক মোটরসাইকেলযোগে রাত ১০টার দিকে সমাবেশস্থলে এসেছি। মাঠ ঘুরে সিও বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে রাতে অবস্থান করব।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ‘গণসমাবেশ সফল করতে আমরা চারটি উপকমিটি গঠন করেছি। তারা মাঠে কাজ করছে। সভামঞ্চ, মাঠ প্রস্তুত। সাইকেল, ইজিবাইক ও মোটরসাইকেলযোগে বিভাগের আট জেলা থেকেই নেতা-কর্মীরা আসছেন।’ 

প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। ছবি: আজকের পত্রিকাশুক্রবার সকাল থেকেই সমাবেশের মাঠে অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম-মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামানসহ বিভিন্ন জেলার নেতারা।

এদিকে বিএনপির সমাবেশের আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি। তবে বাধাবিপত্তি উপেক্ষা করে ধর্মঘটের আগের দিন রাতেই দূরের জেলা থেকে ট্রেনসহ ছোট ছোট যানে অনেক নেতা-কর্মী রংপুরে চলে এসেছেন।

মোটরসাইকেলযোগে সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকাবিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, ‘সরকার পরিবহন বন্ধ করে বিএনপির গণজোয়ার আটকানোর চেষ্টা করছে। তারা বারবার এই চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপির এই সমাবেশ ঠেকানো যাবে না।’

উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। চট্টগ্রামে শুরু হওয়া এই কর্মসূচি ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে শেষ হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত