Ajker Patrika

নীলফামারীতে রেলের স্লিপার ক্লিপ খোলার সময় আটক ২, নাশকতার ধারণা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৪: ০৮
নীলফামারীতে রেলের স্লিপার ক্লিপ খোলার সময় আটক ২, নাশকতার ধারণা

নীলফামারীতে মধ্যরাতে রেললাইনের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় তাঁদের কাছে পাওয়া ১৬টি ক্লিপসহ তাঁদের পুলিশে দেওয়া হয়। 

রেল কর্তৃপক্ষ বলছে, নাশকতার উদ্দেশ্যে ক্লিপগুলো খুলছিলেন তাঁরা। 

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম। এর আগে গভীর রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন—সোনারায় ইউনিয়নের জয়চণ্ডী পুঁটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল। তারা দুজনই স্থানীয় কলেজ থেকে ডিগ্রি (সম্মান) পাস করেছেন। 

পুলিশ বলছে, আটক দুজন উচ্চশিক্ষিত বেকার যুবক। ওই দিন রাতে তাঁরা রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। 

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘যদি স্থানীয়রা বিষয়টি না দেখতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আমার ধারণা, ওই দুই যুবক নাশকতার উদ্দেশ্যেই ক্লিপগুলো খুলেছে।’ 

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এম নুরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে তাঁদের উদ্দেশ্য নাশকতা, নাকি অন্য কিছু। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত