খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
৮ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
১৫ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
১৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে