খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
টাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেবেলা তখন ১টা ১৫ এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দর আলী ভবনের প্রধান ফটকে আছড়ে পড়ায় ভেতরে থাকা
২৬ মিনিট আগে