নীলফামারী প্রতিনিধি
বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী জেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন উদ্ভাবনের দরজা খুলে যাচ্ছে, বাংলার মানুষ এক সমৃদ্ধ জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র ঘৃন্যভাবে প্রত্যাখ্যান করেছে, তারা আজ জনবিচ্ছিন্ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক।
আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুবলীগের সহসভাপতি সুধীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল প্রমুখ।
এতে জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার ৩০ জন দুস্থ নারীর কর্মসংস্থার সৃষ্টিতে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। জেলার ছয় উপজেলার নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী জেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন উদ্ভাবনের দরজা খুলে যাচ্ছে, বাংলার মানুষ এক সমৃদ্ধ জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র ঘৃন্যভাবে প্রত্যাখ্যান করেছে, তারা আজ জনবিচ্ছিন্ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক।
আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুবলীগের সহসভাপতি সুধীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল প্রমুখ।
এতে জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার ৩০ জন দুস্থ নারীর কর্মসংস্থার সৃষ্টিতে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। জেলার ছয় উপজেলার নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৩ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
৯ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৫ মিনিট আগে