Ajker Patrika

কুড়িগ্রাম পাক হানাদারমুক্ত দিবস পালিত 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৩
Thumbnail image

আজ সোমবার কুড়িগ্রাম পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক সেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে কুড়িগ্রামকে মুক্ত করেন। দিবসটি উপলক্ষে আজ সকাল থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য র‍্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ, গুণীজনদের সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম মাঠে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

জানা যায়, আজ সকাল ৯টায় স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সেক্টরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবদান রাখার জন্য ৩৬ গুণীজনদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। 

হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ অফিসে সাবেক মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বীরপ্রতীক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত