Ajker Patrika

মোটরসাইকেলের ধাক্কায় আহতের ৫ দিন পর শিক্ষকের মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় আহতের ৫ দিন পর শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত মাওলানা নুরবক্ত মিয়া (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুরবক্ত মিয়া ফুলবাড়ী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন মৌলভি ছিলেন। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

নিহতের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, তাঁর বাবা গত রোববার বিকেলে উপজেলার বালাহাটের বকুলতলা বাজার থেকে নাওডাঙ্গা গ্ৰামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাত দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত পান তিনি। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১০টার দিকে মারা যান নুরবক্ত মিয়া। 

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছেন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রমেক হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে নুরবক্ত মিয়া মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত