Ajker Patrika

দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫: ২৪
দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফখরুল দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে। এ ঘটনায় আহত যাত্রীরা হলেন—দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) এবং একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের আঞ্চলিক মহাসড়কের হাউজি মোড় এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস  ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ নার্সিং কর্মকর্তা সুজন রায় জানান, সকালে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক ফখরুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হানিফ পরিবহনের গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত