লালমনিরহাট প্রতিনিধি
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
বর্ষা শুরু হতেই তিস্তা নদীর লালমনিরহাটের মহিষখোচায় ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা আর ফসলি জমি রক্ষায় বাঁধে জরুরি জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছেন নদীপাড়ের মানুষ। আজ শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে ব্যানার হাতে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে তাঁরা জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভরে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাঁ তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। অসময়ের ভাঙনে শঙ্কিত নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগে বাঁধ দেওয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। এ কারণে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।
তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণে বিলম্ব হলেও জরুরি ভিত্তিতে বাহাদুরপাড়া ও গরিবুল্লাহপাড়া এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন এলাকা রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩০০ থেকে ৪০০ পরিবার গৃহহীন হয়ে যাবে। কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।
শরীয়তপুরের নড়িয়ায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি এবং তা ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেসমাবেশ শেষে সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁদের ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
৩০ মিনিট আগেওসি বলেন, শান্তা ইসলাম ঢাকায় মুর্শিদা নামের এক নারীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে গতকাল বৃহস্পতিবার খুলনায় চলে আসেন। এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্ম নাম ব্যবহার করে অবস্থান করতেন। কিন্তু টাকা দিতে না পারায় সেসব হোটেলে ব্যাগ ফেলে রেখে চলে যেতেন।
৩৬ মিনিট আগেবক্তারা বলেন, রহিমানগর বাজারে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া মাদক কারবার ও সেবীদের উৎপাত বেড়েছে। ৫ আগস্টের পর অনেকে নিজ দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা
৪৪ মিনিট আগে