কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে দুই ভাই গোসলে নেমে এক ভাই মো. শাহা আলম (১৯) নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ তল্লাশি চললেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সন্ধান মেলেনি।
নিখোঁজ শাহা আলম গাজীপুর জেলার সফিপুর উপজেলার সেনাবর গ্রামের রহম আলীর ছেলে। তিনি সফিপুর শহরের একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। গত চার দিন আগে তিনি রৌমারীর ধনারচর পশ্চিম পাড়া গ্রামে নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে মামাতো ভাই সাজিম হাসানসহ নদে গোসল করতে নামেন শাহ আলম।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার সকালে শাহা আলম তাঁর নানা নুর ইসলাম ও মামাতো ভাই সাজিম হাসানসহ ব্রহ্মপুত্র নদের পশ্চিম চরে জমি মাপতে যান। ফেরার পথে নানাকে বাড়ি যেতে বলে মামাতো ভাই সাজিমসহ ব্রহ্মপুত্র নদে গোসলে নামেন। এ সময় তাঁরা তীর থেকে খানিক দূরে সাঁতার কাটতে গেলে দুজনই ডুবে যেতে থাকেন। তাঁদের উদ্ধারে সহায়তা চেয়ে সাজিম চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া একটি ডিঙি নৌকার মাঝি উদ্ধারে এগিয়ে যান। মাঝি সাজিমকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে শাহ আলম ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহ আলমকে উদ্ধারে তল্লাশি শুরু করে। তবে এই প্রতিবেদন তৈরির সময় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ‘আমাদের ইউনিটে ডুবুরি না থাকায় পাশের জেলা জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে। নদের দুর্ঘটনাস্থলে প্রায় ১৫-১৬ ফুট গভীরতা। তলদেশে কাঁদা মাটি থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে। ডুবুরি দল চেষ্টা অব্যাহত রেখেছে।’
এর আগে গত বুধবার জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার তিন শিশুর এবং আরও একদিন পর শুক্রবার আরেক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে দুই ভাই গোসলে নেমে এক ভাই মো. শাহা আলম (১৯) নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ তল্লাশি চললেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সন্ধান মেলেনি।
নিখোঁজ শাহা আলম গাজীপুর জেলার সফিপুর উপজেলার সেনাবর গ্রামের রহম আলীর ছেলে। তিনি সফিপুর শহরের একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। গত চার দিন আগে তিনি রৌমারীর ধনারচর পশ্চিম পাড়া গ্রামে নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে মামাতো ভাই সাজিম হাসানসহ নদে গোসল করতে নামেন শাহ আলম।
নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার সকালে শাহা আলম তাঁর নানা নুর ইসলাম ও মামাতো ভাই সাজিম হাসানসহ ব্রহ্মপুত্র নদের পশ্চিম চরে জমি মাপতে যান। ফেরার পথে নানাকে বাড়ি যেতে বলে মামাতো ভাই সাজিমসহ ব্রহ্মপুত্র নদে গোসলে নামেন। এ সময় তাঁরা তীর থেকে খানিক দূরে সাঁতার কাটতে গেলে দুজনই ডুবে যেতে থাকেন। তাঁদের উদ্ধারে সহায়তা চেয়ে সাজিম চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া একটি ডিঙি নৌকার মাঝি উদ্ধারে এগিয়ে যান। মাঝি সাজিমকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে শাহ আলম ডুবে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শাহ আলমকে উদ্ধারে তল্লাশি শুরু করে। তবে এই প্রতিবেদন তৈরির সময় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ‘আমাদের ইউনিটে ডুবুরি না থাকায় পাশের জেলা জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে। নদের দুর্ঘটনাস্থলে প্রায় ১৫-১৬ ফুট গভীরতা। তলদেশে কাঁদা মাটি থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে। ডুবুরি দল চেষ্টা অব্যাহত রেখেছে।’
এর আগে গত বুধবার জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চার শিশু নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার তিন শিশুর এবং আরও একদিন পর শুক্রবার আরেক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
৪ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের প্রশ্ন প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।
২০ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছে দাম কমার চেয়ে বৃদ্ধি পায় বেশি।
২৯ মিনিট আগে