Ajker Patrika

ভিডব্লিউবির তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ১০
ভিডব্লিউবির তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 
 
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
 
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি। 

এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’ 

রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত