চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি।
এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’
রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’
কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি।
এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’
রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
১৫ মিনিট আগেঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
৪১ মিনিট আগে