দিনাজপুর প্রতিনিধি
র্যাগিং এর অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এর আগে, গত সোমবার বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা মূল কমিটির চতুর্থ সভার সিদ্ধান্তে শিক্ষার্থী বহিষ্কার ও সতর্কতার এ আদেশ জারি করে। যা গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চিঠি দিয়ে জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তহিদুল ইসলাম তুরাগ, সজীব হোসেন, রোকনুজ্জামান চৌধুরী, অনুপ রায়। এই চারজনকে একাডেমিক কার্যক্রম থেকে দুই সেমিস্টার এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।
এ ছাড়া একই সঙ্গে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহিন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ, ইয়াসির রহমান শাকিল এবং ২৩ ব্যাচের এফ এন শাবিনকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ ভবনে অর্থনীতি বিভাগের নবাগত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন একই বিভাগের ২২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ কমিটি তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা অনুযায়ী এই শাস্তির সুপারিশ করে। এই শাস্তি ১৮ ডিসেম্বর থেকে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শ বিভাগের প্রধান প্রফেসর মাহবুব হোসেন জানান, নিজ বিভাগে প্রভাব খাটানোর জন্য শিক্ষার্থীরা এই ধরনের অপরাধ কর্ম করেছে। প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই কঠোর।
এদিকে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের সামনের গতকাল সড়ক অবরোধ করেন। রাত সোয়া ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় দিনাজপুর দশমাইল সড়কে দুপাশে যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, তিনি সহ ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেয়।
র্যাগিং এর অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এর আগে, গত সোমবার বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা মূল কমিটির চতুর্থ সভার সিদ্ধান্তে শিক্ষার্থী বহিষ্কার ও সতর্কতার এ আদেশ জারি করে। যা গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চিঠি দিয়ে জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তহিদুল ইসলাম তুরাগ, সজীব হোসেন, রোকনুজ্জামান চৌধুরী, অনুপ রায়। এই চারজনকে একাডেমিক কার্যক্রম থেকে দুই সেমিস্টার এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।
এ ছাড়া একই সঙ্গে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহিন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ, ইয়াসির রহমান শাকিল এবং ২৩ ব্যাচের এফ এন শাবিনকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ ভবনে অর্থনীতি বিভাগের নবাগত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন একই বিভাগের ২২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ কমিটি তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা অনুযায়ী এই শাস্তির সুপারিশ করে। এই শাস্তি ১৮ ডিসেম্বর থেকে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শ বিভাগের প্রধান প্রফেসর মাহবুব হোসেন জানান, নিজ বিভাগে প্রভাব খাটানোর জন্য শিক্ষার্থীরা এই ধরনের অপরাধ কর্ম করেছে। প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই কঠোর।
এদিকে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের সামনের গতকাল সড়ক অবরোধ করেন। রাত সোয়া ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় দিনাজপুর দশমাইল সড়কে দুপাশে যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, তিনি সহ ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে