Ajker Patrika

সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজু (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সাজু শহরের নিমবাগান এলাকার জাবেদ আলীর ছেলে। সে স্থানীয় কয়ানিজপায়াড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মতির মোড়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাজু। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই পুকুর থেকে সাজুকে উদ্ধার করে। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাজুর বাবা জাবেদ আলী বলেন, ‘তিন ছেলেমেয়ের মধ্যে সাজু সবার ছোট। আমরা সব সময় তাকে চোখেচোখেই রাখি। কিন্তু আজ বাড়িতে থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে কখন যে বন্ধুদের সঙ্গে গোসল করতে গেছে তা কারওই জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত