পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বিনা মূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪০ কেজি বই বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৪ শিক্ষা বর্ষে এসব নতুন বই ২০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাওযার সময় আটক হয়েছেন ক্রেতা সাইফুল ইসলাম (৩৫)।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আটক সাইফুল ইসলাম বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুল ও তার স্ত্রী ডেকে বাড়ির গোডাউন থেকে ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে দেন।,
তিনি বলেন, ৪৪০ কেজি নতুন বই ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় বাজারে আসলে ভ্যান থেকে বইগুলো পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন নতুন বইসহ সাইফুল ইসলামকে আটক করে থানা-পুলিশের নিকট সোর্পদ করেন।
স্থানীয় লোকজন বলেন, শিক্ষক মাইদুল ইসলাম দীর্ঘদিন থেকে ১০-১২টি বেসরকারি স্কুলের নামে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রতি বছর বিপুল পরিমাণ বই উত্তোলন করে আসছিলেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে তিনি বিক্রি করতেন।
আটক সাইফুল ইসলাম বলেন, ‘আমি বইগুলি দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুলের বাড়ি থেকে ২০ টাকা কেজি দরে কিনেছি।’
অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোনো বই বিক্রি করিনি।’
জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
রংপুরের পীরগাছায় বিনা মূল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪০ কেজি বই বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে। ২০২৪ শিক্ষা বর্ষে এসব নতুন বই ২০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাওযার সময় আটক হয়েছেন ক্রেতা সাইফুল ইসলাম (৩৫)।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
আটক সাইফুল ইসলাম বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাওলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুল ও তার স্ত্রী ডেকে বাড়ির গোডাউন থেকে ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে দেন।,
তিনি বলেন, ৪৪০ কেজি নতুন বই ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় বাজারে আসলে ভ্যান থেকে বইগুলো পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন নতুন বইসহ সাইফুল ইসলামকে আটক করে থানা-পুলিশের নিকট সোর্পদ করেন।
স্থানীয় লোকজন বলেন, শিক্ষক মাইদুল ইসলাম দীর্ঘদিন থেকে ১০-১২টি বেসরকারি স্কুলের নামে উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে প্রতি বছর বিপুল পরিমাণ বই উত্তোলন করে আসছিলেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে তিনি বিক্রি করতেন।
আটক সাইফুল ইসলাম বলেন, ‘আমি বইগুলি দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম মুকুলের বাড়ি থেকে ২০ টাকা কেজি দরে কিনেছি।’
অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোনো বই বিক্রি করিনি।’
জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে জেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
১ মিনিট আগেচার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কর
৫ মিনিট আগেছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা।
১৪ মিনিট আগে