Ajker Patrika

অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি 
অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

এদিকে চার দিন অতিবাহিত হলেও এখনো থানায় কোনো অভিযোগ করেনি পরিবারগুলো।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে। দুর্বৃত্তরা অপহৃতদের যেসব স্থানে রাখতে পারে, এমন সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন জোন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান বিভিন্ন স্থানে চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি। অভিযানে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সে সঙ্গে বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে।’ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা প্রথম টার্গেট।

অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তাঁরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত