বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুর জেলার বিরামপুর ও হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মোকামগুলোতে পেঁয়াজের দাম কমেছে, তবে ওঠানামা করছে।
আজ মঙ্গলবার বিকেলে পাইকারি ও খুচরা বাজারে দেখা যায়, দুই দিন আগেও যে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিরামপুর হাটে পেঁয়াজ কিনতে আসা জাহিদুল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে আমি পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজিতে। আজকে আধা কেজি পেঁয়াজ কিনলাম ৪৫ টাকা দিয়ে।’
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৯৪-৯৫ টাকা দরে কিনে ১০০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে পাইকারি বাজার থেকে ৮৭ থেকে ৮৮ টাকা দরে কিনে খুচরা ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি করছি।’
তিনি আরও বলেন, ‘চার দিন আগে মোকামে গিয়ে সকালে এক দামে কিনলে বিকেলে আরেক দাম। এভাবে দাম ওঠানামা করলে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতারা বিপাকে পড়ে যাই। মোকামেই এভাবে পেঁয়াজের দাম ওঠানামা করায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা আমাদের লোকসান গুনতে হয়।’
বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মিজানুর বলেন, ‘বর্তমানে মোকামে প্রকারভেদে ২৮০০ থেকে ৩৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে। মোকাম থেকে কিনে আবার পরিবহন ভাড়াসহ সব খরচ মিলে মোকামেই কিনতে পড়ছে কেজিপ্রতি ৯৩ টাকার ওপরে।’
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুর জেলার বিরামপুর ও হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, মোকামগুলোতে পেঁয়াজের দাম কমেছে, তবে ওঠানামা করছে।
আজ মঙ্গলবার বিকেলে পাইকারি ও খুচরা বাজারে দেখা যায়, দুই দিন আগেও যে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিরামপুর হাটে পেঁয়াজ কিনতে আসা জাহিদুল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে আমি পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজিতে। আজকে আধা কেজি পেঁয়াজ কিনলাম ৪৫ টাকা দিয়ে।’
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিন আগে পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৯৪-৯৫ টাকা দরে কিনে ১০০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে পাইকারি বাজার থেকে ৮৭ থেকে ৮৮ টাকা দরে কিনে খুচরা ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি করছি।’
তিনি আরও বলেন, ‘চার দিন আগে মোকামে গিয়ে সকালে এক দামে কিনলে বিকেলে আরেক দাম। এভাবে দাম ওঠানামা করলে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতারা বিপাকে পড়ে যাই। মোকামেই এভাবে পেঁয়াজের দাম ওঠানামা করায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা আমাদের লোকসান গুনতে হয়।’
বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা মিজানুর বলেন, ‘বর্তমানে মোকামে প্রকারভেদে ২৮০০ থেকে ৩৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে। মোকাম থেকে কিনে আবার পরিবহন ভাড়াসহ সব খরচ মিলে মোকামেই কিনতে পড়ছে কেজিপ্রতি ৯৩ টাকার ওপরে।’
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৪২ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে