Ajker Patrika

৭ ঘণ্টা পর রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫২
৭ ঘণ্টা পর রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে রংপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

আজ শনিবার বেলা সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন পার্বতীপুর স্টেশনের মাস্টার রেজাউল করিম। 

এদিন সকাল পৌনে ৮টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

জানা গেছে, চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি পার্বতীপুর হয়ে রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুরের গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর প্রায় পৌনে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুলভ্যান এসে বগিটি উদ্ধারকাজ শুরু করে। বেলা ৩টা ১০ মিনিটের দিকে লাইনচ্যুত বগিটি সচল হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

পার্বতীপুর স্টেশনমাস্টার রেজাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করা হয়। বেলা সোয়া ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত