রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জনদুর্ভোগের প্রতিবাদে আজ রোববার দুপুরে সাতমাথা এলাকার ভাঙা সড়কে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০ জুন আজকের পত্রিকায় ‘রংপুর সিটি করপোরেশনের ৩০০ কিমি সড়কে হাজারো গর্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে ভোগান্তির কথা তুলে ধরা হয়।
প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা বৃষ্টির পানিতে সড়কে কাদা হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের এমন ব্যতিক্রমী প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নাগরিক সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
গায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো উপযোগী করে দিত।’
স্থানীয় বাসিন্দা এহসানুল হক সুমন বলেন, ‘বাংলাদেশের আর কোথাও মনে হয় এমন সড়ক নেই। গ্রামের রাস্তাও অনেক ভালো। দীর্ঘ দিন ধরে সড়কটি বেহাল। কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আমরা ট্যাক্স, ভ্যাট দিই, উন্নয়নকাজ দেখি না।’
আনোয়ারুল ইসলাম নামের একজন অটোরিকশাচালক বলেন, ‘দিন দিন সড়কের গর্তগুলো ডোবায় পরিণত হচ্ছে। প্রতিদিন অটোরিকশা, ভ্যান উল্টে যায়।’
রসিক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে সড়কপথ রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। সে হিসেবে পাকা সড়কের এক-তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কই নয়, সিটি করপোরেশন এলাকায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরে গেছে। এগুলো সংস্কারের জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে ওই সড়কের কাজ শুরু করা হবে।’
রংপুর সিটি করপোরেশনের (রসিক) জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। জনদুর্ভোগের প্রতিবাদে আজ রোববার দুপুরে সাতমাথা এলাকার ভাঙা সড়কে প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০ জুন আজকের পত্রিকায় ‘রংপুর সিটি করপোরেশনের ৩০০ কিমি সড়কে হাজারো গর্ত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে ভোগান্তির কথা তুলে ধরা হয়।
প্রতীকী ‘গায়েবানা জানাজা’ কর্মসূচির আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। জমে থাকা বৃষ্টির পানিতে সড়কে কাদা হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে প্রতিদিন শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের এমন ব্যতিক্রমী প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে নাগরিক সচেতনতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
গায়েবি জানাজায় অংশ নেওয়া রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘সিটি করপোরেশন আমাদের দেওয়া করের টাকায় চললেও, আমাদের দুর্ভোগের দায় নিচ্ছে না। দুই বছর ধরে সড়কের এই দুরবস্থা। আমরা গর্তে নয়, রাস্তায় চলতে চাই। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই সড়কে গায়েবি জানাজা। বেঁচে থাকলে তো সড়কটি চলাচল করার মতো উপযোগী করে দিত।’
স্থানীয় বাসিন্দা এহসানুল হক সুমন বলেন, ‘বাংলাদেশের আর কোথাও মনে হয় এমন সড়ক নেই। গ্রামের রাস্তাও অনেক ভালো। দীর্ঘ দিন ধরে সড়কটি বেহাল। কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আমরা ট্যাক্স, ভ্যাট দিই, উন্নয়নকাজ দেখি না।’
আনোয়ারুল ইসলাম নামের একজন অটোরিকশাচালক বলেন, ‘দিন দিন সড়কের গর্তগুলো ডোবায় পরিণত হচ্ছে। প্রতিদিন অটোরিকশা, ভ্যান উল্টে যায়।’
রসিক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনে সড়কপথ রয়েছে ১ হাজার ৪৫৬ কিলোমিটার। এর মধ্যে ৯৫৩ কিলোমিটার পাকা ও ৫০৩ কিলোমিটার কাঁচা সড়ক। ৯৫৩ কিলোমিটার পাকা সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ভাঙাচোরা। সে হিসেবে পাকা সড়কের এক-তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কই নয়, সিটি করপোরেশন এলাকায় ৩০০ কিলোমিটার পাকা সড়ক ভাঙাচোরা, খানাখন্দে ভরে গেছে। এগুলো সংস্কারের জন্য ২১০ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে ওই সড়কের কাজ শুরু করা হবে।’
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর—চট্ট মেট্রো জ ১১-১১০৯।
৬ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
১৬ মিনিট আগেরাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
২৭ মিনিট আগেআক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
২৯ মিনিট আগে