Ajker Patrika

নীলফামারীতে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের কারাদণ্ড

নীলফামারীতে ধর্ষণচেষ্টার মামলায় শাহিনুর রহমান (৩৭) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ 
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (২) বিচারক এবিএম গোলাম রসুল এই বায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত যুবক জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী উত্তরপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। 

মামলার তথ্য মতে, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিবেশী গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন আসামি শাহিনুর রহমান। এ সময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে শাহিনুরকে আটক করে। খবর পেয়ে শাহিনুরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় ওই বছরের ২ নভেম্বর গৃহবধূ বাদী হয়ে তিনজনের নামে একটি মামলা দায়ের করেন (৩৭০ / ২০০৯)। মামলার তদন্ত শেষে পুলিশ শাহিনুর রহমানের নামে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের বিচারক মামলার দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (৪) (খ) ধারায় এই সাজা প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত