Ajker Patrika

চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ, ফেরত গেল ২ শতাধিক পণ্যবাহী ট্রাক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
চিলমারী ফেরি ঘাট। ছবি: আজকের পত্রিকা
চিলমারী ফেরি ঘাট। ছবি: আজকের পত্রিকা

নাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এরপর থেকে পারাপারে অপেক্ষারত পণ্য ভর্তি ট্রাকগুলো চরম ভোগান্তি নিয়ে ফেরত যায়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌপথে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রী নিয়ে নিয়মিত পারাপার করে আসছিল। নভেম্বরের শুরু থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে তুলনামূলক কম পরিবহন নিয়ে ফেরি চলাচল করছিল। কিন্তু ৮ সেপ্টেম্বর রৌমারী ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ফেরির নিচের অংশ আটকে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। পরে ১ সপ্তাহ অপেক্ষা করে ফেরত যায়।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে আসা চালক আমিনুল ইসলাম বলেন, ‘১০ দিন থাকি এখানে আছি, শুনি ফেরি আজ যায়, কাল যায় আর যায় না। এই জন্য ফেরত যাচ্ছি।’

রংপুর থেকে আসা যাত্রী আকবর হোসেন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে এসেছি, এসে দেখি ফেরি বন্ধ। ফেরি চলাচল করলে কম টাকায় রৌমারী যাওয়ায় যায়। এখন নৌকাতে যেতে হবে।’

চিলমারী-রৌমারী নৌপথে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দু-এক দিনের মধ্যে খনন কাজ শেষ হবে। এরপর মার্কিং শেষে জানা যাবে কবে থেকে ফেরি চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত