Ajker Patrika

লালমনিরহাট ২: লাঙ্গলের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ২: লাঙ্গলের প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি, থানায় জিডি

লালমনিরহাট–২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে নির্বাচন বর্জন করতে বলে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় জিডি করেন লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, একই দিন ভোরে আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

দেলোয়ার হোসেন দাবি করেন, আজ বৃহস্পতিবার ভোরে ফজরের আজান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পথের পাশে বাঁশঝাড়ে ওত পেতে থাকা মুখোশ পড়া ৩–৪ জন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাঁকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাঁকে ছেড়ে দিয়ে দ্রুত সড়ে যান দুর্বৃত্তরা। 

পরে দেলোয়ার হোসেনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় জিডি করেছেন তিনি। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী থানায় জিডি করেছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত