Ajker Patrika

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৪: ৪৩
প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা 

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো। চুন ছাড়া পান যেমন মজা লাগে না। নির্বাচনের বিষয়টি একই রকম।’ 

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা ও সৌন্দর্য নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন।

আজ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এই জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টি একই রকম।’

রাশেদা সুলতানা বলেন, ‘জনগণের প্রত্যাশামতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা চেয়ারে আসার পরে বিভিন্ন পর্যায়ে ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।’ 

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত