Ajker Patrika

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানাধীন পারিয়াল বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্ত এলাকায় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়েন। গুলিটি ভুক্তভোগীর কোমরের ওপর দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। নিহত ব্যক্তির নাম রাসেল বলে জানানো হলেও তাঁর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিষয়টি নিশ্চিত না করলেও দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘ভারতের সীমান্তে একটি গুলির ঘটনা ঘটেছে, এটা আমরা শুনেছি। তবে বিএসএফ এখনো নিশ্চিত করেনি নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়। পরিচয় শনাক্তের জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।’

এদিকে, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘রাসেল নামে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো হবে। তখন নাম-পরিচয়সহ বিস্তারিত নিশ্চিত করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

চিকিৎসককে হেনস্তা বিএনপি নেতার, প্রতিবাদ করলে নারীকে মারধর

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত