Ajker Patrika

বিচার-সংস্কারের পর নির্বাচন, বিএনপি আর শুনতে চায় না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে ড. মঈন খান। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে ড. মঈন খান। ছবি: আজকের পত্রিকা

দ্রুত নির্বাচনের আয়োজন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন—বিএনপি এ কথা আর শুনতে চায় না।’

আজ শনিবার রাজশাহীর ভুবনমোহন পার্কে নগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সংস্কার ও বিচার চলমানপ্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।

এ সময় তিনি আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকতে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করেন। পরে বিএনপির পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ এই নেতা।

নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশীদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত