শিপুল ইসলাম, রংপুর
‘বাহে, হামার দুর্দশা কায়ও দ্যাখে না। বাইষ্যা কন আর খড়া রাস্তাটা দিয়্যা হাঁটা যায় না। উপায় না পায়া হাঁটুসমান কাদার ওপর দিয়া চলাচল করুছি। রাস্তা কোনা ঠিক না করায় হামার কষ্ট চিরকাল।’ রংপুরের তারাগঞ্জ উপজেলার পাকারপুল মোড়ে দাঁড়িয়ে পাকারপুল-সুড়ঙ্গের বাজার কাঁচা রাস্তা দেখিয়ে কথাগুলো বলেন উপজেলার দক্ষিণ হাজীপাড়া গ্রামের ফারুক হোসেন।
পাকারপুল থেকে সুড়ঙ্গের বাজার সড়কের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। এ সড়ক দিয়ে সুড়ঙ্গের বাজার, বিড়াবাড়ি, দোহাজারী, কাফিড়িয়ারপাড়া, মন্ডলপাড়া, ফকিরপাড়া, ছুট হাজীপুর, পোদ্দারপাড়াসহ ১১টি গ্রামের মানুষ রংপুর ও তারাগঞ্জ শহরে সহজে যাতায়াত করে। সাড়ে তিন কিলোমিটার সড়কটির তিন কিলোমিটার অংশ পাঁচ বছর আগেও পাকা হলেও পাকারপুল থেকে পোদ্দারপাড়ার মোড় পর্যন্ত আধা কিলোমিটার অংশ দীর্ঘদিনেও পাকা না হওয়ায় এবং কাঁচা রাস্তার ওই অংশে ভারী যানবাহন চলাচল করায় এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তবু কেউ কেউ দ্রুত যোগযোগের জন্য কাদাপানি মাড়িয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছেন।
আজ শনিবার সরেজমিন জানা গেছে, সাড়ে তিন কিলোমিটার সড়কের কাঁচা আধা কিলোমিটার অংশে কাদাপানিতে একাকার। সেখানে নিরুপায় যাত্রীরা দ্রুত চলাচলের জন্য কাদাপানি মাড়িয়ে চলাচল করছেন। ওই সড়কের বাকি তিন কিলোমিটার পাকা অংশেরও দশা বেহাল। সড়কটির কার্পেটিং উঠে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে, দুই দিকে ভেঙে গিয়ে সংকীর্ণ হয়ে পড়েছে সড়কটি। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
আধা কিলোমিটার রাস্তার জন্য তিন কিলোমিটার পথ ঘুরতে হয়ে জানান ওই সড়কের নিয়মিত ব্যাটারিচালিত রিকশার চালক বিপ্লব মিয়া। তিনি বলেন, ‘ভাই খড়ার সময়ে ধুলাবালা চোখে-মুখে নাগলেও দ্রুত রাস্তা কোনা দিয়া রংপুর সৈয়দপুর যাওয়ার জন্যে মহাসড়কোত উঠা যায়। কিন্তু বর্ষা আসলে তাক আর হয় না। হাঁটুসমান কাদোত গাড়ি আটকি যায়। কন তো একনা সড়ক পাকা করতে কত টাকা নাগে?’
জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে রাস্তা পার হচ্ছিন বামনদীঘি গ্রামের ইদ্রিস উদ্দিন। তিনি বলেন, ‘রাস্তাটা চার-পাঁচ বছর আগোত ভালোয় আছলো। বড় বড় গাড়ি চলি ভাঙি গেইছে, গর্ত হইছে। এ্যালা বর্ষা আইলে রাস্তাটা দিয়া পায়ে হাঁটাও যায় না।’
ছুট হাজীপুর গ্রামের গৃহবধূ মৌসুমী বেগম বলেন, ‘ভোটের সমায় জনপ্রতিনিধিরা কতা দেছলো আস্তাটা উঁচা করি পাকা বানে দেবে। এল্যা কায়ো ধরা দেওচে না। ভ্যান রিকশা তো চলে না, পায়ে হাঁটি যাওয়া যায়ছে না। রাস্তা দিয়্যা যদি চলাচলই করির না পাই, সেই রাস্তা থাকি হামার লাভ কী?’
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাকারপুল-সুড়ঙ্গের বাজার সড়কটির কাঁচা অংশ পাকা ও পাকা অংশের সংস্কার খুব জরুরি। বর্ষায় রাস্তাটির জন্য আশপাশের এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। বিষয়টি আমি প্রকৌশলীকে জানিয়েছি।’
জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রাস্তাটির দুরবস্থার কথা জানা আছে। রাস্তাটি পাকা করতে বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।’
‘বাহে, হামার দুর্দশা কায়ও দ্যাখে না। বাইষ্যা কন আর খড়া রাস্তাটা দিয়্যা হাঁটা যায় না। উপায় না পায়া হাঁটুসমান কাদার ওপর দিয়া চলাচল করুছি। রাস্তা কোনা ঠিক না করায় হামার কষ্ট চিরকাল।’ রংপুরের তারাগঞ্জ উপজেলার পাকারপুল মোড়ে দাঁড়িয়ে পাকারপুল-সুড়ঙ্গের বাজার কাঁচা রাস্তা দেখিয়ে কথাগুলো বলেন উপজেলার দক্ষিণ হাজীপাড়া গ্রামের ফারুক হোসেন।
পাকারপুল থেকে সুড়ঙ্গের বাজার সড়কের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। এ সড়ক দিয়ে সুড়ঙ্গের বাজার, বিড়াবাড়ি, দোহাজারী, কাফিড়িয়ারপাড়া, মন্ডলপাড়া, ফকিরপাড়া, ছুট হাজীপুর, পোদ্দারপাড়াসহ ১১টি গ্রামের মানুষ রংপুর ও তারাগঞ্জ শহরে সহজে যাতায়াত করে। সাড়ে তিন কিলোমিটার সড়কটির তিন কিলোমিটার অংশ পাঁচ বছর আগেও পাকা হলেও পাকারপুল থেকে পোদ্দারপাড়ার মোড় পর্যন্ত আধা কিলোমিটার অংশ দীর্ঘদিনেও পাকা না হওয়ায় এবং কাঁচা রাস্তার ওই অংশে ভারী যানবাহন চলাচল করায় এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তবু কেউ কেউ দ্রুত যোগযোগের জন্য কাদাপানি মাড়িয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছেন।
আজ শনিবার সরেজমিন জানা গেছে, সাড়ে তিন কিলোমিটার সড়কের কাঁচা আধা কিলোমিটার অংশে কাদাপানিতে একাকার। সেখানে নিরুপায় যাত্রীরা দ্রুত চলাচলের জন্য কাদাপানি মাড়িয়ে চলাচল করছেন। ওই সড়কের বাকি তিন কিলোমিটার পাকা অংশেরও দশা বেহাল। সড়কটির কার্পেটিং উঠে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে, দুই দিকে ভেঙে গিয়ে সংকীর্ণ হয়ে পড়েছে সড়কটি। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
আধা কিলোমিটার রাস্তার জন্য তিন কিলোমিটার পথ ঘুরতে হয়ে জানান ওই সড়কের নিয়মিত ব্যাটারিচালিত রিকশার চালক বিপ্লব মিয়া। তিনি বলেন, ‘ভাই খড়ার সময়ে ধুলাবালা চোখে-মুখে নাগলেও দ্রুত রাস্তা কোনা দিয়া রংপুর সৈয়দপুর যাওয়ার জন্যে মহাসড়কোত উঠা যায়। কিন্তু বর্ষা আসলে তাক আর হয় না। হাঁটুসমান কাদোত গাড়ি আটকি যায়। কন তো একনা সড়ক পাকা করতে কত টাকা নাগে?’
জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে রাস্তা পার হচ্ছিন বামনদীঘি গ্রামের ইদ্রিস উদ্দিন। তিনি বলেন, ‘রাস্তাটা চার-পাঁচ বছর আগোত ভালোয় আছলো। বড় বড় গাড়ি চলি ভাঙি গেইছে, গর্ত হইছে। এ্যালা বর্ষা আইলে রাস্তাটা দিয়া পায়ে হাঁটাও যায় না।’
ছুট হাজীপুর গ্রামের গৃহবধূ মৌসুমী বেগম বলেন, ‘ভোটের সমায় জনপ্রতিনিধিরা কতা দেছলো আস্তাটা উঁচা করি পাকা বানে দেবে। এল্যা কায়ো ধরা দেওচে না। ভ্যান রিকশা তো চলে না, পায়ে হাঁটি যাওয়া যায়ছে না। রাস্তা দিয়্যা যদি চলাচলই করির না পাই, সেই রাস্তা থাকি হামার লাভ কী?’
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাকারপুল-সুড়ঙ্গের বাজার সড়কটির কাঁচা অংশ পাকা ও পাকা অংশের সংস্কার খুব জরুরি। বর্ষায় রাস্তাটির জন্য আশপাশের এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। বিষয়টি আমি প্রকৌশলীকে জানিয়েছি।’
জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই রাস্তাটির দুরবস্থার কথা জানা আছে। রাস্তাটি পাকা করতে বরাদ্দের জন্য প্রয়োজনীয় কাগজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।’
বগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
৯ মিনিট আগেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
১০ মিনিট আগেকুমিল্লার হোমনায় চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্র ইব্রাহিমের (৬)। সে ১৫ জুলাই দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার কথা থাকলেও চার দিন পরও বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা মো. হানিফ মিয়া হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ইব্রাহিম
১৩ মিনিট আগেঝুড়িতে সাজানো একেক জাতের আম। কারও গায়ে সবুজের ছোঁয়া, কারওবা রঙিন-হলুদ। দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন, কেউ নিচ্ছেন স্বাদ। আমের গন্ধে ভরে গেছে সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ। আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। জেলা প্রশাসনের
১৫ মিনিট আগে