Ajker Patrika

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
নয়ন মিয়া। ছবি: সংগৃহীত
নয়ন মিয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়ন মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বাংলাদেশের ভেতর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। আজ শুক্রবার সকালে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

তিনি ঢাকার হাতিরঝিল থানা এলাকার বাদশা মিয়ার ছেলে। আটকের পর তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে থানায় একটি অনুপ্রবেশের মামলা করেছে বিজিবি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহল দল ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাবপিলার ৯-এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

আটক নয়ন মিয়া জানান, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। তিন বছর বিভিন্ন জায়গায় কাজ শেষে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ করে থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত