দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে গিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন যাত্রী। আজ রোববার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ফুলবাড়ী সরকারি কলেজের ৪ শিক্ষার্থী রয়েছেন।
নিহত হেলপারের নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। তিনি জেলার সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাসটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন শিক্ষার্থী। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী রানা জানান, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাস ফুলবাড়ী থেকে দিনাজপুর শহর দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবাড়ী হাটের কাছে এলে পেছন দিক থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় বাসের হেলপার আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে গিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন যাত্রী। আজ রোববার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ফুলবাড়ী সরকারি কলেজের ৪ শিক্ষার্থী রয়েছেন।
নিহত হেলপারের নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। তিনি জেলার সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাসটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন শিক্ষার্থী। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী রানা জানান, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাস ফুলবাড়ী থেকে দিনাজপুর শহর দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবাড়ী হাটের কাছে এলে পেছন দিক থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় বাসের হেলপার আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে