Ajker Patrika

ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত, ২০ শিক্ষার্থীসহ আহত ৩০ 

দিনাজপুর প্রতিনিধি
ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত, ২০ শিক্ষার্থীসহ আহত ৩০ 

দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে গিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন যাত্রী। আজ রোববার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাঁচবাড়ী হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ফুলবাড়ী সরকারি কলেজের ৪ শিক্ষার্থী রয়েছেন।

নিহত হেলপারের নাম আবু বক্কর সিদ্দিক (৩৫)। তিনি জেলার সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের উমরপাইল গোয়ালপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাসটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন শিক্ষার্থী। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী রানা জানান, দুপুর ২টার দিকে প্রভাতী এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাস ফুলবাড়ী থেকে দিনাজপুর শহর দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবাড়ী হাটের কাছে এলে পেছন দিক থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনায় বাসের হেলপার আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত