Ajker Patrika

পলাশবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, ২ ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পলাশবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, ২ ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশের জেরে পরিষদের ২ সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

আজ বুধবার বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক মানববন্ধন শেষে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন—আহত ইউপি সদস্য মোর্শেদের বাবা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া, ইউপি সদস্য ময়নুল ইসলাম, সংরক্ষিত সদস্য রওশন আরা, ইউপি সদস্য বাদশা মিয়া ও আবু তাহের প্রমুখ। 

বক্তারা বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা চরম স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। গত ৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন পরিষদের ৯ ইউপি সদস্য। এর জের ধরে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে পরিষদের দুই সদস্যকে মারধর করেন চেয়ারম্যানের ছেলে সাগর, ভাগনে উৎচ্ছল ও ভাই মাহাবুর। পরে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এর আগে গত গত ৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন পরিষদের ৯ জন ইউপি সদস্য। সেই প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন বিষয়ে ১১টি অনিয়ম-দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়। 

চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী ইউপি সদস্যরা হলেন—পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য সোহেল রানা, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মালেক আকন্দ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান মানিক, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু তাহের সরকার, ৭ নম্বর ওয়ার্ড সদস্য ময়নুল হক মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাদশা মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোর্শেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা বেগম ও আতোয়ারা বেগম। 

এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাওনা টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ৯ ইউপি সদস্য তাঁর ভাগনে উৎচ্ছলকে একা পেয়ে মারধর করেছে। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য হাসপাতালে ভর্তির নাটক ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংঘবদ্ধ ইউপি সদস্যরা।’ 
 
অনাস্থার বিষয়ে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইউপি সদস্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন এসব অভিযোগ করেছেন। তদন্তে তা নিশ্চিত মিথ্যা বলে প্রমাণিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত