Ajker Patrika

সুন্দরগঞ্জে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ৫৭
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করাসহ একাধিক অপরাধে আজ মঙ্গলবার সকালে এই জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম এ অভিযান পরিচালনা করেন। 

আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, গতকাল সোমবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যবসা কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় সাগর হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করছিল। এ জন্য তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এ ছাড়া ব্যবসাকেন্দ্রে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং নিষিদ্ধ সাল্টু বিক্রয় ও বিপণন করার অপরাধে জননী স্টোরকে ১ হাজার এবং দেবদাস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় মুক্তা কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম। জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেনের অভিযান পরিচালনার সময় পুলিশ সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত