Ajker Patrika

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালের কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২৩: ২৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে জামাল (৩৮) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটে। বনানী থানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় জামাল ও এক ব্যক্তি সড়কের পাশে ডিম খাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুজন হঠাৎ জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ জামাল রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা বনানী থানা-পুলিশকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, গুলিবিদ্ধ জামালকে রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বনানী থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

আহত জামালের ভাই মো. সজল সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকেন। বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মুখোশ পরা দুই ব্যক্তি হঠাৎ তাঁর সামনে এসে মাথায় গুলি করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত