Ajker Patrika

ছাত্রলীগকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বললেন এমপি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ছাত্রলীগকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বললেন এমপি

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। সোমবার (২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলার দলার দরগা আল জামিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদ্রাসা পরিদর্শন শেষে উপজেলা ছাত্রলীগকে তিনি এই নির্দেশনা দেন।

শিবলী সাদিক বলেন, ছাত্রলীগকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। এ লক্ষ্যে সর্বপ্রথম সভাপতি ও সম্পাদকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

এর আগে এমপি উপজেলার শেরনগর পূর্বপাড়া জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় শিবলী সাদিক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত