Ajker Patrika

শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন: স্পিকার

রংপুর প্রতিনিধি
Thumbnail image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এ দল। বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। দেশকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।’ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। 

স্পিকার এর আগে সকালে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন। এতে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মো. রাশেদুন্নবী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনিসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত