Ajker Patrika

চাঁদা বন্ধের দাবিতে গাইবান্ধায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেডিকেল রিপ্রেজেনটেটিভ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ফার্মাসিউটিক্যাল ও সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে আড়াই শতাধিক মেডিকেল রিপ্রেজেনটেটিভ, ব্যবস্থাপক ও সচেতন নাগরিক অংশ নেন।

গাইবান্ধা সদর উপজেলার ফারিয়ার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ম্যানেজার ফোরামের সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘আমরা মেডিকেল রিপ্রেজেনটেটিভ ও ব্যবস্থাপকেরা গাইবান্ধার চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কে নিত্যনতুন তথ্য দিয়ে চিকিৎসা সেবাকে আরও উন্নত করার কাজ করছি। কিন্তু আমাদের কাছে অনৈতিকভাবে পিকনিকের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শহিদুজ্জামান হারুন ও সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন বিপ্লব।

তাঁরা আরও বলেন, সম্প্রতি বিপ্লব তাঁর মালিকানাধীন ঐশী ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ডেকে নিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে তাঁরা প্রতিহিংসামূলকভাবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিজিট করতে নিষেধাজ্ঞা দেন। তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা তথ্য দিচ্ছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ওষুধ সরবরাহ বন্ধসহ বড় ধরনের কর্মসূচি করবে বলে হুঁশিয়ারি দেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত